কন্ট্রোল (Control): কোন প্রজেক্ট তৈরি করতে হলে ফর্মের উপর Text-box, Button, Label ইত্যাদি তৈরি করতে হয় কিন্তু Visual Basic তে এগুলো তৈরি করতে কোন কোড লিখতে হয় না যার সাহায্যে সরাসরি এইগুলো তৈরি করা যায়, উহাকে Toolbox বলে বিভিন্ন Tool ব্যবহার করে বিভিন্ন কাজ সমাধা করা যায় এদের প্রত্যেককে কন্ট্রোল (Control) বলে যেমনঃ টেক্সটবক্স তৈরি করতে ব্যবহৃত হয় Text-box, Control কমান্ড বাটন তৈরি করতে ব্যবহৃত হয় Command Button control ইত্যাদি
View মেনুর Toolbox কমান্ডে ক্লিক করলে পর্দায় বিভিন্ন কন্ট্রোল বাটন সমৃদ্ধ Toolbox দেখা যাবে


 
Top