# Visual BASIC ভূমিকা:
Visual BASIC বা ভিজুয়াল বেসিক আমেরিকার মাইক্রোসফট করপোরেসন এর চিত্র ভিত্তিক এবং ঘটনা নির্ভর (Event Driven) কমপিউটার প্রোগ্রামিং ভাষা।
এই ভাষা উইন্ডোজ চালিকা পরিবেশ (Windows operating
System) এর জন্য তৈরী করা হয়েছে।এটি টপ ১০ টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর
একটি।
মাইক্রোসফট এর তৈরী বেসিক প্রোগ্রামিং
ভাষার চিত্র ভিত্তীক রূপ। নবীন্ দের কাছে অসম্ভব জনপ্রিয় একটি প্রোগ্রামিং ভাষা। খুব দ্রূত চিত্র ভিত্তীক প্রোগ্রামিং করার জন্য ভিজুয়াল বেসিক তুলনাহীন। বতমানে এই ভাষার ২০০৫ সংস্করন বাজারে পাওয়া যায়।