মডিউল (Module): প্রোগ্রাম এর সুবিধার জন্য প্রোগ্রামকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশবিভক্ত করা হয়।একটি প্রোগ্রামকে কয়েকটি অংশে বিভক্ত করলে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তৈরি হয় তার প্রত্যেকটি অংশকে এক একটি মডিউল (Module) বলে সংক্ষেপে বলা যায়, কয়েকটি মডিউলের (Module) সমষ্টিই হচ্ছে একটি পূর্ণঙ্গ প্রোগ্রাম ভিজুয়্যাল বেসিক এর ক্ষেত্রে মডিউল (Module) এর কাজ হল কোড (cord) সংরক্ষণ করা ভিজুয়্যাল বেসিকে মডিউল (Module)  কোড (cord) সংক্ষিপ্ত হয়তাছাড়াও ভিজুয়্যাল বেসিক মডিউলে (Module) অনেক procedure, variable, constant সংরক্ষিত থাকে।
 
Top