মেথড (Method): মেথড (Method) হল সে সকল কমান্ড যা অবজেক্টের মাঝে use করে বিভিন্ন কাজ করা হয়।অবজেক্টের ক্রিয়াই হলো মেথড (Method) ।
Application এ বিভিন্ন অবজেক্টসমূহের
ইভেন্ট নির্ধারণের পর উক্ত অবজেক্টসমূহ কি ধরনের কাজ করবে তার জন্য প্রয়োজনীয় কোড লিখতে হয়। ভিজুয়্যাল বেসিকে উক্ত কোড সমূহকে মেথড নাম অভিহিত করা হয়ে থাকে। এক একটি মেথড উহার কাজের দিক অনুযায়ী বিভিন্ন অবজেক্টের সাথ ব্যবহার করা যায়।