ইভেন্ট (Event): ইভেন্ট (Event) হল ভিজুয়্যাল বেসিকের সে সকল অবজেক্ট (Object)  যাদের মধ্যমে বিভিন্ন ধরনের কাজ করা যায় Computer চালনা করে আমরা যাবতীয় কাজ মাউস দিয়ে ক্লিক করে বা কীবোর্ডের কোন কী চেপে সম্পন্ন করি অর্থাৎ কমান্ড বাটনে ক্লিক করে কোন কাজ করিএই করাটা একটি ইভেন্ট (Event) অনুরূপভাবে Key-press একটি ইভেন্ট (Event) ইত্যাদিVisual Basic বিভিন্ন ইভেন্ট (Event)এর অধীনে কোর্ড লিখলে প্রোগ্রাম রান করিয়ে ইভেন্ট ঘটালে কোড (cord) নিরবাহ হয়ে কোন কাজ হয়
 
Top