# কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজঃ
কম্পিউটার আর মানুষের মধ্যে ডিফারেন্স হল মানুষ অনেক ভাষা বুঝে, সাংকেতিক চিহ্ন ও বুঝে। কিন্তু কম্পিউটার ০ ও ১ ছাড়া কিছুই বুঝে না। ০ হল বিদ্যুৎ প্রবাহ বন্ধ এবং ১ বিদ্যুৎ প্রবাহ হল সচল।মানুষ এর ভাষাকে বলা হয় হিউম্যান ল্যাঙ্গুয়েজ আর কম্পিউটার এর ভাষাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ।
কম্পিউটারকে যে কোন কিছু বুঝাতে হলে ০ ও ১ দিয়ে বুঝাতে হবে কিন্তু সবকিছু ০ ও ১ দিয়ে বুঝানো সহজ কাজ না। যেমনঃ 555 =1000101011
এতো বড় সংখ্যা মণে রাখা কষ্টকর। তাই প্রয়োজণ হল এমন কিছু যা হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজএ পরিণত করবে।এ ধারনা থেকেই বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজএ প্রচলন হইয়াছে।
সহজ ভাবে, কম্পিউটার এর ভাষায় কোন সমস্যা কে সমাধানের জন্য সাজানো কিছু নিদেশকে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে।