#
visual
প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য :
- visual প্রোগ্রামিং
শেখা সহজ।
- Command এর পরিবতে মেনু,কন্ট্রোল, বিভিন্ন টুল ব্যাবহার করে যে কোন ধরনের সমসা
সমাধান করা যায়।
- Command মনে না রেখে মাউস ব্যাবহার করে কাজ করা যায়।
- সহজেই
ভুল ধরা যায় ও সংশোধন করা যায়।
- visual প্রোগ্রামিং
ইউজার ফ্রেন্ডলি।
- object oriented প্রোগ্রামিং
এর সুবিধা বিধমান।